raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সিলেটের বুরজান চা-বাগান কমিউনিটিতে পানিতে ডুবা সচেতনতামূলক প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও সচেতনতা প্রোগ্রামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী এম. এ. সালাম হিমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুরজান চা-বাগানের পঞ্চায়েত প্রধান সুভাষ নায়েক রতিলাল, সিআইপিআরবি সুপারভাইজার (হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চল) কাজী ইসমাইল, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সোহেল, হেলাল মিয়া, ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ, সিএফ রহিমা বেগম, দুলালী বেগম, খাদিজা আক্তার, বিণা বাড়ৈ এবং রুমি আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম সিপিসিএম, সিলেট। প্রোগ্রামে অতিথিবৃন্দ সাঁতার শেখার উপর বিশেষ গুরুত্বআরোপ করেন এবং এ অঞ্চলের আর কোনো শিশু, কিশোর-কিশোরী যেনো পানিতে ডুবে মারা না যায় সেদিকে অভিভাবক মন্ডলীসহ উপস্থিত সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। শতাধিক শিশু, কিশোর- কিশোরী ও অভিভাবক মন্ডলীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

৩১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।