রোববার (৩ মার্চ) দুপুর ১ টার দিকে হবিগঞ্জে পানিতে ডুবে তামিম আহমেদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করার এক পর্যায়ে তামিম একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পরে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তামিম উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মো. ইউসুফ শিশু তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।