
পার্কভিউ মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে ছাত্রদল সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিলেটে পার্কভিউ মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে শেখ রাহাতুল ইসলামকে সভাপতি, মোঃ ইয়াছিন ইবনে মাহবুবকে সাধারণ সম্পাদক, মোঃ আশিক সামিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুম্মান সারওয়ারকে সাংগঠনিক সম্পাদক পদে দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।