
ফেঞ্চুগঞ্জের কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) পালাচ্ছিলেন বিদেশ । তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তার গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সৌদি আরব পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রুকনপুর গ্রামের আলোচিত জুনায়েদুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোহাম্মদ আলী।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান খান জানান, রিকুইজিশনের ভিত্তিতে আসামী মোহাম্মদ আলী কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করে খবর দিলে ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের একটি দল সেখানে পৌঁছায় এবং তাকে সিলেট নিয়ে আসে।
গত বছর ৫ মার্চ সকালে নিহত জুনাইদুল ও তার ভাই জাহেদুল সিলেট শহরে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পুর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী ও তার লোকজন। রুকুনপুর জামে মসজিদের সামনে রাস্তায় দুই ভাইকে দা দিয়ে উপর্যুপুরি কুপিয়ে টাকনু হতে পা কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম অবস্থায় ফেলে যায়।
ঘটনাস্থলেই জুনায়েদুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত জাহিদুল ইসলাম দীর্ঘদিন চিকিৎসার পর পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় হত্যা মামলা (নং ১/৫/৩/২৪) দায়ের করা হয়।