ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমাতে নতুন সুবিধা

rising sylhet
rising sylhet
জুলাই ৩, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নতুন সুবিধা চালু করেছে ফেসবুক।পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমাতে নতুন সুবিধা । এবার থেকে ‘পাসকি’ নামক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পাসওয়ার্ড ছাড়াই নিজের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

কীভাবে কাজ করে পাসকি? পাসকি হলো একটি নিরাপদ অথেনটিকেশন ব্যবস্থা, যা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ডিভাইসের পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে। এটি ফিশিং প্রতিরোধে সহায়তা করে এবং নিরাপত্তার দিক থেকে পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি কার্যকর।

যেভাবে ব্যবহার করবেন: ১. ফেসবুক অ্যাপে যান,২. সেটিংসে গিয়ে ‘Password and Security’ অপশনে ক্লিক করুন,৩. সেখানে ‘Passkey’ সেটআপ করার অপশন পাবেন,৪. আপনার ডিভাইসের বায়োমেট্রিক বা পিন দিয়ে সেটআপ সম্পন্ন করুন ।

এই সুবিধাটি আপাতত শুধু মোবাইল অ্যাপে চালু হলেও ধীরে ধীরে ওয়েবেও চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

‘পাসকি’ আসলে কী?‘পাসকি’ হলো আধুনিক অথেনটিকেশন প্রযুক্তি, যা পাসওয়ার্ড ছাড়াই নিরাপদভাবে লগইনের সুযোগ দেয়। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) কিংবা ডিভাইস আনলক পদ্ধতি দিয়ে কাজ করে। এতে ফিশিং বা পাসওয়ার্ড চুরি হওয়ার আশঙ্কা থাকে না, কারণ লগইন প্রক্রিয়াটি নির্ভর করে ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসের ওপর। এই প্রযুক্তি এখন গুগল, অ্যাপল, মাইক্রোসফট, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও চালু হয়েছে।

‘পাসকি’ প্রযুক্তির মূল সুবিধাগুলো হলো: পাসওয়ার্ডের ঝামেলা নেই–কিছুই মনে রাখতে হয় না।উচ্চ নিরাপত্তা–ফিশিং বা ডেটা চুরি ঠেকানো সহজ হয়।বায়োমেট্রিক অথেনটিকেশন–ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ফোন আনলকেই লগইন।ব্যবহার সহজ–লগইন প্রক্রিয়া দ্রুত এবং ঝামেলাহীন।এতে করে ইউজারদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।

‘পাসকি’ ফিচারের মূল দিকগুলো হলো: পাসওয়ার্ড ছাড়াই দ্রুত ও সহজ লগইন,আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারযোগ্য,ফেসবুক ও মেসেঞ্জারে একই ‘পাসকি’ চলবে,ভবিষ্যতে মেটা পে-তেও ব্যবহারযোগ্য হবে,পেমেন্টে অটোফিল সুবিধাও আসবে ‘পাসকি’র মাধ্যমে এতে নিরাপত্তা বাড়বে, আবার লগইন বা লেনদেন হবে আরও সহজ।

ফেসবুকে ‘পাসকি’ চালু করতে যা করতে হবে:ফেসবুক অ্যাপ খুলুন,Settings > Accounts Center এ যান,Passwords and,Security সেকশনে যান ,Passkey অপশনটি নির্বাচন করুন,Create Passkey- তে ট্যাপ করুন,ফিঙ্গারপ্রিন্ট / ফেস আইডি / স্ক্রিন লক দিয়ে পাসকি তৈরি করুন ।

এরপর প্রতি বার ফেসবুকে লগইন করতে আর পাসওয়ার্ড লাগবে না—ডিভাইস আনলক করলেই হবে। মেটা জানাচ্ছে, আপনার বায়োমেট্রিক তথ্য তারা সংরক্ষণ বা শেয়ার করে না।

‘পাসকি’ ব্যবহার করলে পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কী হবে? না, ‘পাসকি’ ব্যবহার করলে আপনার পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) বা সিকিউরিটি কি নিষ্ক্রিয় হবে না। ফেসবুকে লগইনের জন্য এগুলো আগের মতোই সক্রিয় থাকবে। আপনি ইচ্ছে করলে যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

মেটা জানিয়েছে, ‘পাসকি’ তৈরির সময় ব্যবহারকারীর প্রদত্ত বায়োমেট্রিক তথ্য তারা সংরক্ষণ করে না এবং অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার সাথে শেয়ারও করে না। অর্থাৎ, ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত ও নিরাপদ থাকবে বলেই আশ্বাস দিচ্ছে মেটা।

অর্থাৎ, ‘পাসকি’ শুধু একটি অতিরিক্ত বিকল্প, পুরোনো পদ্ধতিগুলোর বিকল্প নয়।

তথ্যসূত্র: মেটা, দ্য ভার্জ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।