বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠন, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ অরাজনৈতিক সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১.০০ ঘটিকায় পাসপোর্ট অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট অভিমুখে পদযাত্রা সফলে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন —http://সরকার বদল হলেও সিলেটে বিভাগীয় পাসপোর্ট অফিস এখনও ‘মার্কার সিন্ডিকেট’র নিয়ন্ত্রনে রয়েছে
সভা থেকে পাসপোর্ট অফিসের ঘুষ ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা বিদেশে বিভিন্ন কারণে ভ্রমনসহ যাবতীয় বৈদেশিক কাজে পাসপোর্টের প্রয়োজন। সেই পাসপোর্ট যথাযথভাবে প্রাপ্তিতে সব প্রতিকুলতা দুর করে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের জন্য সহজ করার উদান্ত আহবান জানান। পাসপোর্টের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থ উপার্জনের আশায় যাঁরা গিয়েছেন, তাঁদের মাধ্যমেই ১৪ দিনে ১৪ হাজার কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স এসে পৌঁছেছে।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদের পরিচালনায় প্রস্তুতি সভায় ৩০ সেপ্টেম্ব সোমবারের পদযাত্রা সফলে বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সাগর উদ্দীন ও জাবেদ সিদ্দিকী।
সভা থেকে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১.০০ ঘটিকায় পাসপোর্ট অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট অভিমুখে পদযাত্রা কর্মসূচীতে বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিকদের প্রাণবন্ত উপস্থিতি কামনা করা হয়।