raising sylhet
ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট ও বিআরটিএ অফিসকে দুর্নীতিমুক্ত করার আহ্বান সিলেট কল্যাণ সংস্থার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠন, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ অরাজনৈতিক সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিজস্ব কার্যালয়ে বন্যার্তদের জন্য সংগ্রহকৃত অনুদান প্রদান করার বিষয়ে ও পাসপোর্ট অফিস এবং বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতির যেন শেষ নেই, ঘুষ ছাড়া পাসপোর্ট মেলে না পাসপোর্ট অফিসে। সরকারের নির্ধারিত ফি জমা দেওয়ার পরও অতিরিক্ত দেড় থেকে তিন হাজার টাকা না দিলে হয়রানিতে পড়তে হয় পাসপোর্ট গ্রহীতাদের। অনলাইনে করা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি জমা দিতে গেলে ভুল থাকার অজুহাত দেখিয়ে পাসপোর্ট গ্রহনকারীদের ঘোরানো হয় দিনের পর দিন। আবার কাক্সিক্ষত ঘুষ দিয়ে দালালচক্রের মাধ্যমে কাগজপত্রসহ আবেদন জমা দিলে ছবি ও আঙুলের ছাপ নেওয়া হয় সঙ্গে সঙ্গেই। হয়রানির কারণে ঘুষ দিয়ে পাসপোর্ট করতে বাধ্য হচ্ছেন পাসপোর্টকারীরা। আবেদন ফরমে মার্কা না থাকলে পাসপোর্ট আবেদনকারীদের পড়তে হয় ভোগান্তিতে। দালালচক্র ও অফিসের নির্দিষ্ট ব্যাক্তি ছাড়া সহজে পাসপোর্ট করা সম্ভব নয়।

সভায় বক্তারা আরও বলেন, বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিস দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। অফিসের একটি দুষ্টচক্র জনগণকে হয়রানি করছে। তারাই বাইরের দালালদের আশ্রয়-প্রশ্রয় দেয়। সেবাগ্রহীতারা ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র করতে মারাত্বক ভোগান্তির শিকার হন। দিনের পর দিন একটি কাগজের জন্য অফিসে বার বার যেতে হয়, ঘুষ দিলেই অল্প সময়ে সব কাজ স¤পন্ন হয়। স্বাভাবিক নিয়মে সঠিক কাগজপত্র প্রদান করে টাকা ছাড়া বিআরটিএ অফিস থেকে কোনো কাজ সমাধান করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে দুর্নীতি দূর করার আহবান জানান সংস্থাগুলোর নেতৃবৃন্দ।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, মোঃ মারজিন হাসান ও জয়নাল আবেদীন চৌধুরী।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বন্যার্তদের পুনর্বাসনের জন্য সংগ্রহকৃত ২ লক্ষ ৪৯ হাজার ৩৯৬ টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণত্রাণ সংগ্রহ কর্মসূচী, টিএসসি চত্ত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়-এ চেকের মাধ্যমে প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিজ্ঞপ্তি

১৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।