raising sylhet
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় খেকু চক্রের সদস্য কর্তৃক প্রতিবন্ধিদেরে জায়গা দখলের অভিযোগ

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৬, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুরে পাহাড় খেকু চক্রের সদস্য কর্তৃক প্রতিবন্ধিদেরে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে হাবিবুর রহমান (৩৫) কর্তৃক একই গ্রামের মৃত ইসমাইল আলীর মেয়ে রাজিয়া খতুন সহ তার প্রতিবন্ধি ২ ভাইসহ ১ বোনের মৌরসী সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসিতেছে। বিবাদীর সাথে তপসিল বর্নিত ভূমি নিয়ে রিরোধ চলে আসছে। বিরোদের জের ধরে উপজেলার চিহ্নিত পাহাড় খেকু চক্রের একাধিক মামলার আসামী হাবিবুর রহমান ১০ এপ্রিল রাত সাড়ে ৩টায় জোর পূর্বক অসহায় প্রতিবন্ধিদের শিকারখাঁ মৌজার, ৩২৭নং এসএজেল, ৭৫নং এসএ খতিয়ানের ২১৭নং দাগের ৮৬.৫০ শতক ভূমি দখলের চেষ্টা চালায়।

Advertisements

প্রতিবন্ধিদের ভূমি দখলের ঘটনায় ন্যায় বিচারের আসায় বোন রাজিয়া বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, লিখিত পাওয়ার পর বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

৭৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।