পিতাকে মারধর করা সেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সিলেটে কোম্পানীগঞ্জ থানা পুলিশ উপজেলার বরম সিদ্দিপুর এলাকা থেকে ছেলে লায়েক মিয়াকে (২৬) গ্রেফতার করে। লায়েক ঐ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারি পুলিশ সুপার) মোঃ সম্রাট তালুকদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের লাঠির আঘাতে বাবা আহত খবর প্রকাশিত হওয়ার পর জেলা পুলিশের নির্দেশে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, আহত পিতা আব্দুল জব্বার (৬৫) বাদী হয়ে এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
১২১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।