পিয়াইন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন এক কিশোর। বুধবার বেলা ২টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন।
মারা যাওয়া কিশোর মাহিন (১৬) চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদপাড়া গ্রামের জামিল আহমদের ছেলে। পরিবারের সাথে ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসেছিল সে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং বেড়াতে যায় মাহিন। বেলা সোয়া ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। প্রায় পৌণে এক ঘন্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।