ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে সূচকের ওঠানামা, চলমান লেনদেন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সপ্তাহের চতুর্থ কার্যদিবস, বুধবার (৮ অক্টোবর) দেশের দুই শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে।

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৩৭৯ পয়েন্টে। তবে ডিএসই শরীয়াহ্ সূচক ও ডিএসই-৩০ সূচক উভয়ই ১ পয়েন্ট করে কমে যথাক্রমে ১,১৬০ ও ২,০৬৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত মোট ১১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন সম্পন্ন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৯টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টি কোম্পানির শেয়ারদর।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে: পাইওনিয়ার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি ইন্স্যুরেন্স, রূপালি লাইফ, সোনালি পেপার, রবি, সেনা ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন।

দিনের শুরুতে, প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বাড়ে। তবে ১০টা ১০ মিনিটে সূচক ৮ পয়েন্ট কমে যায় এবং এরপর ধীরে ধীরে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫,৩৭০ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়, সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১৫,০৯৮ পয়েন্টে। এখানেও সূচকের দিক ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

সিএসইতে এ সময় পর্যন্ত মোট ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। সেখানে ২২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭টির কমেছে এবং ২টি অপরিবর্তিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।