raising sylhet
ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সং ঘ র্ষে অন্তত ১২ জন আহত

rising sylhet
rising sylhet
আগস্ট ২৮, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২৮ আগষ্ট) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার জানান, দুই পক্ষের পুর্ব বিরোধ ছিলো। বুধবার হান্নান মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্টান চলাকালে বাক বিতণ্ডা ও হাতাহাতির জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

Advertisements

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজ পাড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মিয়া চৌধুরীর সাথে একই এলাকার বাসিন্দা ও তারই আত্মীয় ওয়াহেদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়াহেদ মিয়ার লোকজনের সাথে হান্নান মিয়ার লোকজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়। এ সময় স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, তাদের মধ্যে পুর্ব বিরোধ ছিলো৷ বুধবার দুপুরে তাদের মধ্যে বাক- বিতণ্ডার জেরে সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ তবে কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি।

৭০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।