ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গাড়ি জিম্মি করে ডা কা তি

rising sylhet
rising sylhet
মে ২৫, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে গভীর রাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টহলরত পুলিশের গাড়ি জিম্মি করে ডাকাতি শেষে পালিয়ে যায়।

শনিবার (২৪ মে) দিবাগত রাত ২ টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকার অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান- ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীবাহী গাড়ি ভেবে আটকে দেয়। পরে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি বলেন- এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

জানা যায়, মধ্যরাতে ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুটি ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। এসময় রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। ঠিক তখনই ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি অটোরিকশা যোগে ঘটনাস্থলে পৌছালে ডাকাতদল যাত্রীবাহী গাড়ি ভেবে তাদেরও জিম্মি করে। পরে যাত্রীদের মারধোর করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। এক পর্যায়ে এক পুলিশ সদস্য গাড়ি থেকে নামলে ডাকাতরা পুলিশ দেখে পালিয়ে যায়। কিন্তু এর আগেই ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান গাড়িতে থাকা যাত্রীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।