পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ লাইনে ভাইবা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন।
পুলিশ আরও জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে চক্রটি। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর সঙ্গে যে চক্রটি কাজ করেছে তাদেরও খোঁজা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান(১৯); রোল নং-৪৯১০৪৬৩, ঐ এলাকার মতিন খানের ছেলে মো. ইসমাইল খান(১৮); রোল নং-৪৯১০৭৫২, একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন(১৮); রোল নং-৪৯১০৭৭৪।