ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন যুবলীগ নেতা অত:পর

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন বিভিন্ন মামলায় অভিযুক্ত বরগুনার আমতলী উপজেলার যুবলীগ নেতা আরিফ উল হাসান। শুধু তাই নয়, বরগুনার সাবেক ডিবি ওসি ও বর্তমান আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বশির আলম তার সঙ্গে একান্তে কথাও বলেন। এমনই একটি ভিডিও ফাঁস হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে ক্লোজড করা হয়।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর কোর্ট পুলিশের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করেছেন বরগুনার পুলিশ সুপার।

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার আসামি আমতলী উপজেলার পৌর যুবলীগের সভাপতি আরিফ উল হাসান আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের একটি ব্যারাকের বিছানায় বসে ভাত খাচ্ছেন। এ সময় আরিফের স্বজনরা তার পাশে উপস্থিত ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত আছেন।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাদেরকে ইতোমধ্যেই পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।