raising sylhet
ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক

rising sylhet
rising sylhet
এপ্রিল ৩, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) ভোরে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে থানাপুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাজীপুরের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর থেকে ৮ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস ও নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

৬১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।