raising sylhet
ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পূবালী ব্যাংক বাংলাদেশে অনন্য স্থান ধরে রেখেছে-শফিউল হাসান

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

পূবালী ব্যাংক বাংলাদেশে অনন্য স্থান ধরে রেখেছে বলেছেন,পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান । বিভিন্ন ব্যাংকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও পূবালী ব্যাংক ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখছে। সুশাসন, সততা, নৈতিকতা ও কমপ্লায়েন্সের সমন্বয়ে ব্যাংক পরিচালনার কারণে পূবালী ব্যাংক সেরাদের কাতারে উঠে এসেছে। পূবালী ব্যাংক বর্তমানে গ্রাহকদের আস্থা ধরে রেখে সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, ইসলামীক ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ করেছে পূবালী ব্যাংক। এসব কর্ণারে গ্রাহকবৃন্দের ইসলামী ব্যাংকিং এর যাবতীয় সেবা সহজে ও নিরাপদে পাওয়ার ব্যবস্থা থাকবে। তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সম্মানিত গ্রাহকবৃন্দকে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

গতকাল রোববার (৩ নভেম্বর) বাদ আছর পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার নান্দনিক সাজে ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি ও অন্য অতিথিবৃন্দ ফিতা কেটে নব আংঙ্গিকে সজ্জ্বিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।

Advertisements

পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. ফসিহ উদ্দিন মাহতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ।
পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার অপারেশন ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবদুল ওয়াহাব খাঁ এর সঞ্চালনায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি, মহিলা কলেজ ইসলামিক শাখার প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কবিরুল ইসলাম। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি নেহাল উদ্দিন ও মাওলানা খলিলুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার ডিপুটি জুনিয়র অফিসার মো. আল-আমিন এবং উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

৫৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।