raising sylhet
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও জুয়ার সরঞ্জাম সহ মোট ১২ জন জুয়ারি গ্রেফতার

rising sylhet
rising sylhet
এপ্রিল ১২, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও জুয়ার সরঞ্জাম সহ মোট ১২ জন জুয়ারি গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বুধবার ভোরে জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত বনপাড়া সাকিনস্থ খেরীগুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদি ৬০ পিস তাস, ৪ প্যাকেট ডারবি সিগারেট, ৪টি বিভিন্ন রংয়ের গ্যাসলাইট, একটি চেড়া প্লাস্টিকের পাটি এবং জুয়ার আসর থেকে ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ১২ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।

এদিকে মঙ্গলবার (১১ এপ্রিল) গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী আফতার আহমদ। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত কাঞ্জর এলাকার মৃত তজমুল আলী উরপে তজই ছেলে।

Advertisements

গ্রেফতারকৃত ১২ জন জুয়ারি হলেন জৈন্তাপুরের বাউরভাগ দক্ষিণ (বনপাড়া) এলাকার জালাল উদ্দিন ছেলে মো. শামীম আহমদ (৩৫), মৃত আব্দুস ছোবহানের ছেলে আলীম উদ্দিন (৩৮), মৃত রিয়াজুল হকের ছেলে মো. এরশাদ আহমদ (৩৮), মন্তাজ আলীর ছেলে মোঃ সেলিম আহমদ (২৫), আব্দুল মতিনের ছেলে গিয়াস আহমদ (২৯), হাবিব আহমদের ছেলে মো. এমরান আহমদ (২৫), মৃত তোতা মিয়ার ছেলে মো. শাহনুর রহমান (৩৫), হাবিবুর রহমানের ছেলে হোসাইন আহমদ (২৭), মৃত কনু মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৭), আলাউর রহমানের ছেলে ফারুক আলম @ মারুফ (৩৬)। জৈন্তাপুর চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম এলাকার মৃত আরজান আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), মৃত মঈন উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩০)।

জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১১/৬৭ নং মামলা দায়ের করা হয়।

৬৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।