পরিমাপে কারচুপির দায়ে এক পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পূর্ব জালাসী এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা বলেন, ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে পরিমাপে কম তেল দিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের গ্রাহকদের তেল পরিমাপে কম দিয়ে আসছিলেন। এরই সূত্র ধরে বুধবার দুপুরে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেল ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। এ সময় তেলের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪৭ ধারা লঙ্ঘনের অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যা ফিলিং স্টেশনের ম্যানেজার জুবায়ের হাসান ঘটনাস্থলেই নগদ পরিশোধ করেন।
অভিযানে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সোলেমান আলী ও পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।