
এম রাসেল সরকার: নেপালের মনোমুগ্ধকর পর্যটন নগরী পোখরায় অনুষ্ঠিত হচ্ছে “অল নেপাল লিও মিট ২০২৫”। যা লিও মাল্টিপল কাউন্সিল ৩২৫ আয়োজিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ যুব নেতৃত্ব ও সেবামূলক সম্মেলন। এ বছর এই আয়োজনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এতে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন তিনজন উজ্জ্বল তরুণ লিও নেতা, যার নেতৃত্বে রয়েছেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমান।
আজ ৪ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই পাঁচ দিনের ইভেন্টটি আন্তর্জাতিক লিও আন্দোলনের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনে নেপালের ১২টি ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। Leadership Workshops, Service Talks, Cultural Exchange, Skill Development Training, Adventure Activities, Networking Sessions—বিভিন্ন আকর্ষণীয় আয়োজন থাকছে ইভেন্টজুড়ে।
পোখরায় আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের অংশগ্রহণে নতুন দিগন্ত
বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন, লিও অরিত্র রহমান (District President, 315B1) লিও তাসফিয়া আহমেদ (District Zone Director & Club President) লিও ফারহান সাদিক (District Tamer) তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং তাদের অংশগ্রহণকে দুই দেশের যুবদের মাঝে ভবিষ্যৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে লিও অরিত্র রহমান “Cross-Border Youth Leadership”, “Sustainable Community Projects” এবং “Future of Leo Movement in South Asia” এই বিষয়গুলোতে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছে। এর ফলে এতে বাংলাদেশ লিও সম্প্রদায়ের অভিজ্ঞতা, উদ্যোগ ও উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে।
লিও তাসফিয়া আহমেদ নারীর নেতৃত্ব বিকাশে বাংলাদেশে লিওদের কার্যক্রম নিয়ে বিশেষ সেশনে বক্তব্য রাখবেন। তার অংশগ্রহণ পুরো ইভেন্টে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
লিও ফারহান সাদিক সাংগঠনিক ব্যবস্থাপনা, দল পরিচালনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেবেন। তিনি বাংলাদেশের লিও আন্দোলনের তরুণদের সম্ভাবনা এবং সংগঠন পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিরা নেপালের বিভিন্ন লিও ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করবেন, যেখানে যৌথভাবে পরিবেশ রক্ষা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন এবং তরুণদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা হবে।
এই আন্তর্জাতিক সভা শুধু দুই দেশের সম্পর্ক নয়, ইহা বরং দক্ষিণ এশিয়ায় লিও আন্দোলনের সমন্বিত অগ্রগতির নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এছাড়াও বাংলাদেশ থেকে তিন সদস্যের এই প্রতিনিধিদল শুধু গৌরবই বহন করছে না, কারণ বরং ভবিষ্যতে নেপাল–বাংলাদেশ যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা উন্মোচন করছে।