নিখিল বর্মন পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে ইউএনও’র কার্যালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে ইউএনও সালমা আক্তার বলেন, ২২ মার্চ এ উপজেলায় ১৫৪টি পরিবারকে ঘর ও ২ শতাংশ জমির দলিল দেওয়া হবে। এ উেপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৬৩টি ঘর ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে ১ম, ২য় ও ৩য় ধাপের ঘরগুলি হস্তান্তর করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ সারা দেশের সাথে এ উপজেলায় ১৫৪ টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করবেন। এসময় অন্যানোর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ উপজেলার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ বার পড়া হয়েছে।