raising sylhet
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পোরশায় ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

rising sylhet
rising sylhet
মার্চ ২০, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নিখিল বর্মন পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে ইউএনও’র কার্যালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে ইউএনও সালমা আক্তার বলেন, ২২ মার্চ এ উপজেলায় ১৫৪টি পরিবারকে ঘর ও ২ শতাংশ জমির দলিল দেওয়া হবে। এ উেপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৬৩টি ঘর ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে ১ম, ২য় ও ৩য় ধাপের ঘরগুলি হস্তান্তর করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ সারা দেশের সাথে এ উপজেলায় ১৫৪ টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করবেন। এসময় অন্যানোর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ উপজেলার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisements
৭৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।