• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পোরশা নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক

risingsylhet.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৩
পোরশা নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পোরশা নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক। কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশা নিতপুর সীমান্ত থেকে মালিকবিহীন ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল। বিআইপি সদস্য নায়েক আমজাদ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/১০এস এর ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে চামারের টেক এলাকায় অভিযান পরিচালনা করে মহিষ ও গরুগুলি আটক করে। এসময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটকৃত মহিষ ও গরু গুলির আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। নিতপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেন এবং মহিষ ও গরুগুলোকে পতœীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান।

১১০ বার পড়া হয়েছে।