জার্মানির হামবুর্গে ম্যাচ শুরুর আগেই ধাক্কা খায় পোল্যান্ড।ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি দলটির সবচেয়ে বড় তারকা রবের্ত লেভানদোভস্কি। নেদারল্যান্ডস জয় দিয়ে ইউরো শুরু করেছে । পিছিয়ে পড়েও পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।
যদিও তার পরিবর্তে একাদশে জায়গা করে নেওয়া আদাম বুকসার গোলেই এগিয়ে যায় পোলিশরা। ১৬ মিনিটে অধিনায়ক পিওতর জিয়েলিনস্কির কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান এই স্ট্রাইকার।
সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় লাগেনি নেদারল্যান্ডসের। ২৯ মিনিটে ব্যবধান ১-১ করেন কোডি গাকপো। তার শট পোলিশ ডিফেন্ডার বার্তোস সালামোনের গায়ে লেগে জালে প্রবেশ করে।
বিরতির পর দাপুটে ফুটবল উপহার দেয় ডাচরা। ভালো সুযোগ পেয়েছিল পোল্যান্ডও। তবে ৮৩ মিনিটে ডাচদের হয়ে জয়সূচক গোলটি করেন ভউট ভেহর্স্ট। নাথান আকের পাস থেকে বল জড়ান বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড। তার গোলে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।