ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পৌর যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মারা গেছেন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

যৌথবাহিনীর অভিযানে আটক পৌর যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান উজ্জ্বল (৩৭) মারা গেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার পর উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয় এবং তখনই তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল যে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারা গ্রহণ প্রক্রিয়ার সময় করা সব প্রশ্নের উত্তর তিনি স্বাভাবিকভাবেই দেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজে’ ভুগছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল বিশ্বাসসহ চারজনকে আটক করে। উজ্জ্বল কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে।

তিনি আরও বলেন, প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, উজ্জ্বলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও গাঁজাসহ যৌথবাহিনীর সদস্যদের হাতে আটক হন চারজন। পরদিন সকালে ক্যাম্পে আমাদের ডেকে পাঠানো হয়। সেখানে পুলিশ গিয়ে দেখে, আটক ব্যক্তিরা কান্নাকাটি করছেন। বিষয়টি আমাকে অবহিত করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের পুলিশি জিম্মায় দেওয়া হয়। পরে তাদের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। ডাক্তাররা অবশ্য কাউকে উন্নত চিকিৎসার কথা বলেননি। আমরাও তাদের শরীরে কাটা-ছেঁড়া দেখিনি। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজনকে আটক করা হয়। অভিযানে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করে যৌথবাহিনী। আটকরা হলেন—ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) এবং নতুনমূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।