ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত হয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’- ২০২৪

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: বিজয়ের মাস ডিসেম্বরে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক আকাশ চৌধুরী সম্পাদিত “বিজয় চিরন্তন”- ২০২৪।

শনিবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক এ সংকলনটি প্রকাশিত হয়। এতে বিজয় দিবসের দিন জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- এর ভাষণ ছাড়াও স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, প্রাবন্ধিক ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেন, কবি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, কবি বিমল গুহ, কবি আব্দুল হাই শিকদার, কবি রেজাউদ্দিন স্টালিন, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালসহ ৩৮ জন লেখকের লেখা।

প্রসঙ্গত, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আকাশ চৌধুরী ২০১৫ সাল থেকে “বিজয় চিরন্তন” নামে এ সংকলনটি সম্পাদনা করে আসছেন।

১১৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।