• ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দুইশত ভূমিহীন পরিবার

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২০, ২০২৩

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দুইশত ভূমিহীন পরিবার।আগামী বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর এ ঘরগুলো হস্তান্তর করা হবে। সোমবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বক্তব্য বলেন, সদরের রাজটিলা, আদমপুরের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মাণ সম্পন্ন হয়েছে। উপজেলায় চতুর্থ পর্যায়ে ২শ’ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। এর আগে এ উপজেলায় প্রথম পর্যায়ে ৮৭, দ্বিতীয় পর্যায়ে ৩৩০ ও তৃতীয় পর্যায়ে ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়।

১৩ বার পড়া হয়েছে।