ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী দলীয় পদে থাকতে পারবেন না—জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে অধিকাংশ দলের সমর্থন

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না—এই বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে। বিরোধিতা করা দলগুলো ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে কমিশন।

২২ জুলাই (মঙ্গলবার) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় ধাপের ১৭তম দিনের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সময় স্বল্পতার কারণে দ্রুত ঐকমত্যে পৌঁছানো জরুরি। তিনি জুলাই সনদের বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সহায়তা করার আহ্বান জানান।

এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ড. রীয়াজ।

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী একই সঙ্গে একাধিক পদে থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পালের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমন্বিত প্রস্তাব উত্থাপনের পাশাপাশি বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।