• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

risingsylhet.com
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।

বাংলাদেশের জনগণই মুক্তি ও স্বাধীনতার আসল অর্থ জানে। কারণ, তারা ১৯৭১ সালে তাদের নিজেদের ভাগ্য এবং নিজেদের ভাষায় কথা বলার অধিকার আদায়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে।
চিঠিতে তিনি লিখেছেন, গত ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে। যেমন- অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি, জনগণের মধ্যে পারস্পারিক বন্ধন জোরদার করা, বৈশ্বিক স্বাস্থ্য এবং জলবায়ুগত সমস্যার মোকাবিলা করা, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় অংশীদার হওয়া। যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশের প্রতি অঙ্গীকারবদ্ধ।

বাইডেন লেখেন, উদযাপনের এই দিনে আপনি এবং বাংলাদেশের জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা নিন। জয় বাংলা।

১৮ বার পড়া হয়েছে।