raising sylhet
ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষককে অপদস্ত করায় শিক্ষক সমিতির সভা

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুরমা উচ্চ বিদ্যালয়ে জমায়েত হয়ে এলাকার কতিপয় লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়াকে এক ধরনের জোরপূর্বক সাদা কাগজে পদত্যাগ করাতে বাধ্য করেন বলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেন।

কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া সহ আরো ৩ শিক্ষককে এলাকার কতিপয় কিছু কুচক্রী মহল কর্তৃক হেনস্থার প্রতিবাদে কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায় এক জরুরী সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক হেনস্থাকারী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষক সমাজ সম্মিলিত ভাবে পরবর্তীতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ার উচ্চারণ করেন এবং শিক্ষকদের সার্বিক নিরাপত্তা সহ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষক নেতৃবৃন্দ আহবান জানান। জরুরী সভার পূর্বে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের হেনস্থার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সাথে দেখা করে অবহিত করেন।

সমিতির সভাপতি এখলাছে এলাহীর সভাপতিত্বে ও সচিব এনামুল হকের পরিচালনায় সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া সহ শিক্ষকদের হেনস্থাকারী কুচক্রী মহলের দৃষ্টান্ত মূলক শাস্তির জোরালো দাবী জানানো হয় এবং এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, কানাইঘাট বড়চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, বীরদল এন.এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন, কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন।

১৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।