raising sylhet
ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

প্রবাসীর গরু চুরি মামলার দুই আসামি গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
মার্চ ৮, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি- সিলেট জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে প্রবাসী আহমদুল কিবরিয়ার ১৪ টি গরু চুরির দায়ের করা মামলার দুই আসামী গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রে জানাযায়, ৭ মার্চ বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই মো. আশরাফুল আলম এর নেতৃত্বে সিলেট জেলার শাহপরান (রহঃ) থানাধীন এলাকার হযরত শাহপরান রহঃ এর মাজার গেইট হতে গোয়াইনঘাট থানার লাবু গ্রামের ফখরুল আলীর ছেলে আবু সুফিয়ান (২৫), একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে বাহার উদ্দিন (২৯) কে আটক করা হয় ৷ গতকাল শুক্রবার বিকাল ৩টায় প্রবাসীর হরু চুরির মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়৷ আটককৃত আসামীরা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিতে গরু চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে নেন ৷

মামলা তদন্তকারী কর্মবর্তা এসআই মো. আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে তারা তারা ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন ৷ পরবর্তীতে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে আটক করে আদালতে প্রেরণ করা হয় ৷ বিজ্ঞ আদালতে তারা গরু চুরির সাথে জড়ীত রয়েছেন বলে স্বীকার করে নেন ৷

১১৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।