জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি- সিলেট জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে প্রবাসী আহমদুল কিবরিয়ার ১৪ টি গরু চুরির দায়ের করা মামলার দুই আসামী গ্রেফতার করা হয় ৷
পুলিশ সূত্রে জানাযায়, ৭ মার্চ বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই মো. আশরাফুল আলম এর নেতৃত্বে সিলেট জেলার শাহপরান (রহঃ) থানাধীন এলাকার হযরত শাহপরান রহঃ এর মাজার গেইট হতে গোয়াইনঘাট থানার লাবু গ্রামের ফখরুল আলীর ছেলে আবু সুফিয়ান (২৫), একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে বাহার উদ্দিন (২৯) কে আটক করা হয় ৷ গতকাল শুক্রবার বিকাল ৩টায় প্রবাসীর হরু চুরির মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়৷ আটককৃত আসামীরা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিতে গরু চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে নেন ৷
মামলা তদন্তকারী কর্মবর্তা এসআই মো. আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে তারা তারা ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন ৷ পরবর্তীতে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে আটক করে আদালতে প্রেরণ করা হয় ৷ বিজ্ঞ আদালতে তারা গরু চুরির সাথে জড়ীত রয়েছেন বলে স্বীকার করে নেন ৷