
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত ও আগুনে দগ্ধের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দুর্ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে উদ্বিগ্ন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে হতাহতদের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন তামিম। পরক্ষণেই তিনি অনুরোধ জানিয়ে আরেকটি বার্তা দেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে।
তামিম লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।
উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়।
বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। যেখানে ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
তামিম ইকবাল ছাড়াও শিক্ষার্থীসহ বিমান বিধ্বস্তের ঘটনা হতাহতদের জন্য দোয়া চেয়ে বার্তা দিয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলিরা।