
সেই প্রিয় মানুষটি আপনাকে সত্যিকারে ভালোবাসেন কি না, জেনে নিতে পারেন আপনার প্রতি তার কিছু আচরণের মাধ্যমে।
কেমন করে? বিশেষজ্ঞরা বলেন-
•আপনি যখন কথা বলেন, আপনার সঙ্গী তখন আগ্রহ নিয়ে চোখের দিকে তাকিয়ে থাকবেন।•সে আপনার সম্পর্কে জানতে চাইবে •ভালোলাগার অনুভূতিগুলো শেয়ার করবে আপনার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবে সে •দুঃসময়েও তাকে পাশে পাবেন •তার সামর্থ্য অনুযায়ী আপনার পছন্দের উপহার দেবেন • আপনার ভালো থাকাই হবে সঙ্গীর চাওয়া •আপনাকে হাসি আর আনন্দে ভরিয়ে তুলতে সব সময় চেষ্টা থাকবে তার •জীবনসঙ্গীর পাশাপাশি হবে প্রিয় বন্ধুও•ভালোবাসা শুধু মনে থাকলেই চলবে না। ভালোবাসার প্রকাশও থাকবে, যা নিয়ে যাবে আপনাকে সুখের রাজ্যে।মনে রাখবেন, ভালোবাসা একতরফা হয় না। দুজনকেই হতে হবে সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। কমিটমেন্ট থাকবে, তা রক্ষাও করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।