প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী (হিরণ বাজার) এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ধর্ষিতা নিজেই বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয়পক্ষের মধ্যে স্থানীয় মাতাব্বররা আপস-মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আপসের কথা শুনে পুনরায় মেয়েটিকে ধর্ষণের জন্য তার স্বামীকে হুমকি দেয়। ভিকটিম নিজে বাদী হয়ে নজরুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (২৩) ও একই এলাকার মো. আয়নালের ছেলে মো. রুবেলের (২৩) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৬/৯৪)। দুই আসামিকেই মধুপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণী ও ভিকটিমের বয়ান থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত অনুমান ১টা ১০ ঘটিকার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের অ্যাডভোকেট রেজাউল করিম হিরনের পুকুরপাড়ের কাচারি ঘরের পাশে প্রেমিক মোস্তাক আহমেদের (বর্তমান স্বামী) সাথে দেখা করতে যায়। তখন আসামি ব্রাহ্মণবাড়ী হিরণ বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (২৩) ও একই এলাকার মো. আয়নালের ছেলে মো. রুবেল (২৩) বাজার থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ভিকটিম ও প্রেমিককে নির্জনে দেখতে পেয়ে তার প্রেমিক মোস্তাক আহমেদকে (বর্তমান স্বামী) বেঁধে রেখে জোরপূর্বক তাকে পালাক্রমে ধর্ষণ করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও আসামিদের আদালতে প্রেরণ করা হয়ে হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।