ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফিজ আইপিএলে কতদিন খেলতে পারবেন, বিসিবি

rising sylhet
rising sylhet
মে ১৬, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- মোস্তাফিজুর রহমানকে নিয়ে অবশেষে সব জল্পনার অবসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সাত দিনের  ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) পেয়েছেন বাঁহাতি এই পেসার। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত তিনি আইপিএলে খেলতে পারবেন—এমনটাই জানিয়েছে বিসিবি।

শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইপিএল খেলতে ১৮ মে থেকে ২৪ মে ভারতে থাকতে পারবেন মোস্তাফিজুর রহমান। এনওসি পাওয়ার ফলে মোস্তাফিজ ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেই উড়াল দেবেন ভারতের উদ্দেশ্যে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। আইপিএলে দিল্লির হয়ে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবেন তিনি। তবে দিল্লি যদি প্লে-অফে উঠেও যায়, ২৪ মে’র পর মোস্তাফিজকে আর দলে পাবে না তারা। কারণ, ২৭ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নিতে হবে তাকে।

চলতি আসরে দিল্লির বোলিং ইউনিটে সবচেয়ে বড় ভরসার নাম ছিল অজি তারকা  মিচেল স্টার্ক। তবে শুক্রবার (১৬ মে) আইপিএলের চলতি আসর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ফলে বিদেশি পেসার হিসেবে এখন একমাত্র ভরসা টাইগার এই বোলার। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের উপস্থিতি দিল্লির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।