raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন তামিম-আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৪, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে ডিসেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগেই ক্রিকেটে ফিরছেন তিনি।

বিপিএলকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত অনুশীলন করছিলেন তিনি। বিপিএলের আগে জাতীয় লীগের দলগুলো নিয়ে টি-টোয়েন্টি একটি টুর্নামেন্ট হবে। সেটি আগামী ১১ই ডিসেম্বর শুরু হওয়ার কথা। এই টি-টোয়েন্টি লীগ দিয়ে তামিম মাঠে ফিরছেন বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার। তবে তার আগে ফিটনেস টেস্ট দিতে হবে তামিমকে।

তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে শেষবার খেলেছিলেন গত ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর ঢাকা প্রিমিয়ার লীগে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন গত মে-তে। মাঠে ফেরার লড়াইয়ে এরই মধ্যে ঘাম ঝরাতে শুরু করেছেন তামিম।

Advertisements

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হান্নান সরকার বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করবো। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’

অবশ্য তামিম খেলতে চাইলেই হবে না। সেজন্য তাকে দিতে হবে ফিটনেস টেস্ট। এ প্রসঙ্গে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে, সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’

৩৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।