ফুটপাত দখলমুক্ত করতে নগরীর নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাসহ ফুটপাত দখল করে ওয়ার্কশপ ও রেস্তোরাঁ দোকান উচ্ছেদ করে আভিযানিক দল। এসময় নগদ ২২ হাজার ৫শ টাকা অর্থদ- করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারি হাটাচলার ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) অভিযান পরিচালনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় অভিযান করে সিসিক কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন দোকান উচ্ছেদ ও ফুটপাত দখল করা ব্যবসায়ীদের জরিমান আদায় করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।