• ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ‍্যুৎ সমিতির মতবিনিময় সভা

risingsylhet.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
ফুলবাড়ীতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ‍্যুৎ সমিতির মতবিনিময় সভা

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১ টায় গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরাপদ বিদ‍্যুৎ ব‍্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ‍্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের আয়োজনে উপজেলা সাবস্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব‍্য রাখেন কুড়ি-লাল পবিসের জিএম মহিতুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, কুড়ি-লাল পবিসের বোর্ড সচিব জাহেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাংবাদিক অলিউর রহমান নয়ন,সাংবাদিক রতি কান্ত রায় প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন কুড়ি-লাল পবিসের বোর্ড সভাপতি আমজাদ আলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের বিদ‍্যুৎ গ্রাহকগণ।

বার পড়া হয়েছে।