কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৮ নভেম্বর সকাল ১১ টায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানবীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড জাতের এ বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী। প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা সরকার। উপজেলার ৩ হাজার ৬শ জন কৃষককে ২ কেজি করে বীজ সহায়তা দেয়া হয়।
এ সময় বীজতলা তৈরি ও চারা রোপন সম্পর্কেও কৃষকদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১০ হাজার ২শ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে । কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। বিনামূল্যে সার, উচ্চ ফলনশীল বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।