কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষ্যে ১০ মার্চ রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিচালনা করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মানিকের নেতৃত্বে ফায়ার সদস্যরা। মহড়ায় অংশগ্রহন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও কর্মী ও সাধারণ মানুষ।
মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবিব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল প্রমূখ।