• ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

risingsylhet.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২৩
ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ফুলবাড়ীতে ৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির শুরুতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সেখানেই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী প্রেসক্লাবে সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু সহ প্রিন্ট ও ইলেক্ট্র মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।

১৭ বার পড়া হয়েছে।