raising sylhet
ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফেইসবুকে অবরোধ রাস্থায় যানবাহন… Risingsylhet.com

rising sylhet
rising sylhet
নভেম্বর ১২, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনে সিলেটে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে দুরপাল্লার বাস-ট্রাক চলাচল এবং জনগণের জীবনযাত্রা। রোববার (১২ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থান ঘুরে তিন চাকার যানবাহন, বাস স্বাভাবিক সময়ের মতো চলাচল করতে দেখা গেছে।

নগরীর গুরুত্বপূর্ণ ষ্টেশন রোড, উপশহর পয়েন্ট, বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, মদীনা মার্কেট, টিলাগড়, দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকায় প্রতিদিনের মতোই ছিলো যানবাহন চলাচল। নগরীর বিপনী বিতানগুলো যথারীতি খোলা রয়েছে।

Advertisements

অবরোধকারীদের বিশৃঙ্খলা ও যেকোনো ধরণের তৎপরতা ঠেকাতে সতর্কাবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট-ঢাকা মহাসড়কে ও নগরের বিভিন্ন পয়েন্টে র‌্যাব, পুলিশ, বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সরকার পতনের এক দফা, মামলা-হামলাসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ রোববার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

২১৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।