raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জে নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট

rising sylhet
rising sylhet
মার্চ ১৬, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহন শুরু হয় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের।শুরুতেই ভোটের লাইনে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী পুরুষ সবাই উৎসবমুখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করছেন।

ভোটকেন্দ্রে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের মোট ভোট ১৬০৫।
এখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শতাধিক ভোট গ্রহন হয়েছে।

উজান গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফ আহমেদ খান জানান, এখানে মোট ভোট ১৪৪০টি।সকাল ১১টা পর্যন্ত এখানে ১৭শতাংশ ভোট গ্রহন হয়েছে।
লামা গঙ্গাপুর কেন্দ্রের প্রিজাইটিং অফিসার জনি রঞ্জন দেব জানান, লামা গঙ্গাপুর কেন্দ্রে মোট ভোট ১১৭৯টির মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে ৯৯টি ভোট।

সুলতানপুর কেন্দ্রে প্রিজাইটং অফিসার আকরাম হোসেন জানিয়েছেন, সুলতানপুর কেন্দ্রে মোট ভোট ১৫৩২টি। সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে ১২০ টি ভোট।

মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটং অফিসার তানভির আহমেদ জানান এই কেন্দ্রে মোট ভোট ১৮৬০টি। ওখানে ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।এখন ইভিএম সচল আছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখা যায় শতাধিক মোট ভোটগ্রহন হয়েছে।

উজান গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফ আহমেদ খান জানান, এখানে মোট ভোট ১৪৪০টি।সকাল ১১টা পর্যন্ত এখানে ১৭শতাংশ ভোট গ্রহন হয়েছে।
লামা গঙ্গাপুর কেন্দ্রের প্রিজাইটিং অফিসার জনি রঞ্জন দেব জানান, লামা গঙ্গাপুর কেন্দ্রে মোট ভোট ১১৭৯টির মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে ৯৯টি ভোট।

সুলতানপুর কেন্দ্রে প্রিজাইটং অফিসার আকরাম হোসেন জানিয়েছেন, সুলতানপুর কেন্দ্রে মোট ভোট ১৫৩২টি। সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে ১২০ টি ভোট।

মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটং অফিসার তানভির আহমেদ জানান এই কেন্দ্রে মোট ভোট ১৮৬০টি। ওখানে ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সামান্য বিঘ্নতা করেছিল।এখন ইভিএম সচল আছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখা যায় শতাধিক মোট ভোটগ্রহন হয়েছে।

মানিককোনা মাদ্রসা কেন্দ্রের প্রিজাইটিং অফিসার মিলন কান্তি রায় জানান, ওখানে মোট ভোট ১৪৭৭টি। সকাল পৌঁনে ১১টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে ২০ শতাংশ।
অন্যান্য ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে বলে খবর পাওয়া গেছে।

৭০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।