ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার ।
শনিবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ২ জন ও পরোয়ানাভূক্ত ৩ আসামী রয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃতদের রবিবার আদালতে সোর্পদ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার কর্মদা গ্রামের সুহেল মিয়ার স্ত্রী সীমা বেগম, উপজেলার যুধিষ্টিপুর গ্রামের আরমান আলীর স্ত্রী সুনারা বেগম, বাদেদেউলী গ্রামের আব্দুল লতিফের ছেলে সামাদ মিয়া ও সালমান মিয়া, দক্ষিণ ধারণ গ্রামের চঞ্চল আহমদের ছেলে শাকিল আহমদ।
৫৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।