raising sylhet
ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জ নির্বাচনে কে কত ভোট পেলেন

rising sylhet
rising sylhet
মার্চ ১৭, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ফেঞ্চুগঞ্জের ৫ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, কয়েকটি ভোটকেন্দ্রে আঙ্গুলের ফিংগার নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। তবে বেলা বাড়ার সাথে সাথে সাথে ভোটার উপস্থিতি কমতে থাকে।

উপজেলার ৫ টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ২৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নির্বাচন ফলাফলে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ তৈয়ফুর রহমান শাহীন। প্রাপ্ত ভোট ৬৪৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কায় ইকবাল হোসেন খান প্রাপ্ত ভোট ৩৯৭৬।

মাইজগাও ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জুবেদ আহমেদ চৌধুরী শিপু। প্রাপ্ত ভোট ৩৯০৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমেদ চৌধুরী প্রাপ্ত ভোট ৩২৭৫।

ঘিলাছড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে সাইফুল ইসলাম মনা। প্রাপ্ত ভোট ৪০২২ নিকটতম প্রতিদ্বন্দি রুকুনুজ্জামান চৌধুরী প্রাপ্ত ভোট ২৯৩৯।

উত্তর কুশিয়ারা ইউনিয়নে আনারস প্রতীকে আহমেদ জিলু (স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ৪৮৭৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান।প্রাপ্ত ভোট ২৬৩৮টি।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ঘোড়া প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবজাল হেসেন। তার প্রাপ্ত ভোট ৩৫৫৪ নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান
উদ্দীন (স্বতন্ত্র) আনারস প্রতীকে পেয়েছেন ২৪৩৬ ভোট।

৬৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।