
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: আজিজুন নাহার।
এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি এসএম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, সহযোগী সদস্য ছামি হায়দার ও জাহিদুর রহমান রিপন।
সোমবার (৭ অক্টোবর) বিকালে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে ফেঞ্চুগঞ্জের শিক্ষার মান উন্নয়ন, অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল চালনা বন্ধ করা, বিভিন্ন এলাকায় আলোক বাতির ব্যবস্থা, নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল ব্যবহার রোধ করা, বালুর কোন অবৈধ ব্যবসা না হওয়া, বিভিন্ন জায়গা পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধন কাজ করা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়। ফেঞ্চুগঞ্জ কে সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগী কামনা করেন ইউএনও মোছা:আজিজুন নাহার।