ফেঞ্চুগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী পুষ্টি বিষয়ে প্রশিক্ষন কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক খায়ের উদ্দীন মোল্লা বলেছেন, ‘সকলকে কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে। পুষ্টির চাহিদা মেটাতে নিয়ম মেনে খাদ্যাভাস চালাতে হবে। প্রত্যকের জীবনে স্বপ্ন বাস্তবায়নে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। খাদ্যের পারিবারিক চাহিদা মেটাতে বাড়ীর আঙ্গীনায় কৃষি উৎপাদনের মাধ্যমে পারিবারিক খাদ্যের চাহিদা মেটাতে পারলে সুস্থ জীবন গঠন করা সম্ভব।’
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জের উদ্যোগে ৩ দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুষ্টি গবেষনা প্রশিক্ষন ইনস্টিটিউট সুনামগঞ্জের অফিস প্রধান মুশফিকুর রহমান, কৃষি বিভাগের বৈজ্ঞানিক জুটন চন্দ্র সরকার, সাইনটেফিক অফিসার নুরুন্নবী, উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জামিল আহমদ, পল্লী উন্নয়ন অফিসার আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক।
প্রশিক্ষনে কৃষক, কৃষাণী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী সহ দুটি ব্যাচে ৬০ জন প্রশিক্ষনে অংশ নিয়েছেন।