raising sylhet
ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
মার্চ ১২, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জালালাবাদ থানাধীন উমাইরগাঁও থেকে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ-শিবেরবাজারগামী রাস্তার উমাইরগাঁওয়ে চেকপোস্ট করাকালে একটি মোটর সাইকেলযোগে ২ জনকে আসতে দেখে মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি জ্যাকেট দ্বারা মোড়ানো একটি লাল রংয়ের শপিং ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায় এবং মোটরসাইকেল চালক মোবাশ্বর আলী (২৫)কে আটক করে পুলিশ। আটক মোবাশ্বর কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

পরে পলাতক আসামি তাজুল ইসলাম (২৮) এর ফেলে দেওয়া জ্যাকেটে মোড়ানো ৪৯ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল পাওয়া যায়।

সোমবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এসআই (নিরস্ত্র) মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল চেকপোস্ট করাকালে তাকে গ্রেপ্তার করে। এসময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

এই ব্যাপারে এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে ধৃত আসামী মোবাশ্বির আলী ও পলাতক আসামী তাজুল ইসলামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।