
রাইজিংসিলেট- আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে স্পষ্ট অনিশ্চয়তা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকার বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বললেও জনগণ এখনও তা বিশ্বাস করতে পারছে না।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটভিউ মাল্টিমিডিয়ার সঙ্গে আলাপকালে আরিফুল হক বলেন, “নির্বাচন নিয়ে চারদিকে নানা আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে বিভিন্ন দাবি-দাওয়া। এই পরিস্থিতিতে জনগণ মনে করছে, তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচন নির্ধারিত সময়, অর্থাৎ ফেব্রুয়ারির ১২ তারিখেই হোক। তবে মানুষের মধ্যে সংশয় আছে। আমরা বহুদিন ধরে নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। কিন্তু যেসব কর্মকর্তারা ২০১৮ সালের নির্বাচন পরিচালনায় যুক্ত ছিলেন, তারা এখনও বহাল আছেন। এদের নিয়েই আবার নির্বাচন হলে তা কতটা নিরপেক্ষ হবে—সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি ১৫ বছর সিটি কর্পোরেশনে কাজ করেছি, এমনকি জেলও খেটেছি। এখনো মিথ্যা মামলায় ভুগছি। তবে প্রার্থীতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমার দল। দল চাইলে আমি মনোনয়ন চাইতে পারি। কিন্তু শেষ কথা দলই বলবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলকে অবশ্যই জনগণের মনের কথা বুঝতে হবে। বিশেষ করে তরুণ ভোটারদের চাওয়া-পাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। তা না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে নির্বাচনে।”
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট থেকে প্রার্থী করার আহ্বান জানান। তার বক্তব্য, “তারেক রহমান যদি সিলেটের কোনো আসন থেকে নির্বাচন করেন, তাহলে আমরা সবাই তাকে বিজয়ী করতে একসাথে কাজ করবো। এতে পুরো সিলেট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমি মনে করি।”