ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সং ঘ র্ষ নারী পুরুষসহ অর্ধশতাধিক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে ফেসবুকে প্রতিপক্ষের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়- পশ্চিমভাগ গ্রামের তৈয়ব আলীর ছেলে অলি মিয়ার সাথে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার ও নানা বিষয়াধি নিয়ে পুর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত বুছা মিয়ার ছেলে ধনু মিয়ার। এরই জের ধরে শুক্রবার বিকেলে ধনু মিয়ার ছেলে রনি মিয়া তার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তৈয়ব আলীর আরেক ছেলে খলিল মিয়াকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে।

এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা চলছিলো। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান- ফেসবুকে লাইভ দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন- অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) ও রেনু মিয়া (৪২) কে জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্য আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরে শনিবার সকালে তারা ফের দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রুপালী আক্তার (১৫), আশরাফুল আলম (২০), সালেক আহমদ (২৮), ইমরান মিয়া (২৩), আশাদুল (২০), রাসেল মিয়া (২৭), জুয়েল মিয়া (২৫), নুর মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), কালাম মিয়া (৪০), আব্দুস সহিদ (৭০), আলী হোসেন (৩৫), রফিক মিয়া (২০), হৃদয় মিয়া (২২), সাদেকুর মিয়া (২৪), ধলাই মিয়া (৫০), আব্দুস সালাম (৪০), রাসেল মিয়া (৩৮), ওয়াহিদ মিয়া (৬০), খুর্শেদ মিয়া (২২), মোস্তাকিম (৪২), রহিমা বেগম (৫০), সুবেল মিয়া (২০), রুবেল মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শনিবার বিকাল পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে।

৫০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।