ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাটি লিভার কমাতে সহায়ক এক পানীয়: কালো কফি

rising sylhet
rising sylhet
অক্টোবর ১১, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অনিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যস্ত জীবনযাপনের ফলে দেশে ফ্যাটি লিভার একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞদের মতে, সহজ একটি পানীয় নিয়মিত পান করলে এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

গবেষণা বলছে, শুধুমাত্র ঘুম কাটানোর জন্য নয়, কালো কফি লিভারের জন্যও বেশ উপকারী। দুধ ও চিনি ছাড়া খাওয়ার এই কফি লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি হ্রাস করে।

চিকিৎসকদের মতে, স্বাভাবিক মাত্রায় ফ্যাট থাকা লিভারের জন্য ক্ষতিকর নয়, কিন্তু মাত্রা ছাড়ালে তা সিরোসিস বা ফাইব্রোসিসের মতো জটিল রোগের কারণ হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত কালো কফি পান লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রতিদিন তিন থেকে চার কাপ কালো কফি খেলে লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায়, শরীরের বিপাক হার বাড়ে এবং অতিরিক্ত চর্বি জমা কমে আসে। তবে মনে রাখতে হবে, কফির সঙ্গে দুধ বা চিনি মেশানো হলে এর উপকারিতা হ্রাস পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।